1) পৃথিবীর দুটি মুখ্যস্তর সম্পর্কে কে পরিচয় করিয়েছিলেন?
A) ড্যালি
B) সুস
C) হ্যারল্ড জ্যাফ্রিস
D) আর্থার হোমস
2. কোন ধরণের শিলায় খনিজ তেল পাওয়া যায়?
A) বেলেপাথর
B) শেল
C) কংগ্রোমারেট
D) কাদাপাথর
3. নীচের কোন্টি উৎপত্তিগত চ্যুতি নয়?
A) স্বাভাবিক চ্যুতি
B) ট্রান্সভার্স চ্যুতি
C) বিপরীত চ্যুতি
D) ট্র্যান্সকারেন্ট চ্যুতি
4. “তরিৎচুম্বকীয় সিস্মোগ্রাফ” কে তৈরি করেন-
A) ্মিলনে
B) জেফ্রি
C) এল. পালমিরি
D) কোনার্ড
5. প্যাঞ্জিয়া ও প্যান্থালাসার উপস্থিতি ছিল-
A) টার্সিয়ারি যুগে
B) কার্বনিফেরাস যুগে
C) মায়োসিস যুগে
D) পার্মিয়ান যুগে
6. “Egg Box Topography’ কাকে বলে?
A) ড্রামলিন
B) উভালা
C) পোলজি
D) হামস্
7. হ্যাকের তত্ত্ব অনুসারে নিচের কোন অনুমানই সঠিক নয়?
A) পৃথিবীর বিভিন্ন অংশে ভূমিরূপের বিভিন্নতার প্রাথমিক কারণ হল ভূতাত্ত্বিক গঠন ও শিলা লক্ষনের পার্থক্য
B) ভূমিরূপের ক্ষয়ের হার ও শিলার ক্ষয় প্রতিরোধী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে
C) ভূমিরূপের সমস্ত অংশে নিম্ন ক্ষয়ের হার সমান হবে না
D) বর্তমানের ভূমিরূপ বিবর্তনকারী শক্তিগুলির দ্বারাই ভূমিরূপের উৎপত্তি হয়
8. চামচ আকৃতির অবতল ঢাল সৃষ্টি হয় কোন্ প্রকার ধসের ফলে?
A) স্তুপ অবনমন
B) স্তুপ হড়কানো
C) ডেব্রিস ফল
D) ট্যালাস পতন
9. Uniformitarianism সূত্রটি কে প্রথম বর্ণনা করেন?
A) হাটন
B) প্লেফেয়ার
C) লায়েল
D) ডেভিস
10. নীচের কোন্টি ডুরিকাস্টের একটি রূপ?
A) পেরিকাস্ট
B) সিলক্রিট
C) ক্যালক্রিট
D) সবগুলি
11. একটি সম তাপমাত্রায়, সমুদ্র জল ও বায়ুর ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নিচের কোন টি সঠিক?
A) সমুদ্র জল বায়ুর তুলনায় 800 গুণ বেশি ঘনত্ব যুক্ত
B) সমুদ্র জল বায়ুর তুলনায় 600 গুণ বেশি ঘনত্ব যুক্ত
C) সমুদ্র জল বায়ুর তুলনায় 400 গুণ বেশি ঘনত্ব যুক্ত
D) সমুদ্র জল বায়ুর তুলনায় 200 গুণ বেশি ঘনত্ব যুক্ত
12. কোন্ সংস্থা দ্বারা EEZ নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়?
A) ইন্টারন্যাশানাল ওসেন রিসার্চ কমিটি
B) ইন্টারন্যাশানার সি বেড অথরিটি
C) ওয়াল্ড ট্রেড অর্গানাইজেশন
D) রাষ্ট্রসংঘ
13. তালিকা মেলান
তালিকা- 1 | তালিকা-2 |
(a) ভারত মহাসাগর | (i) এল-নিনো |
(b) সুমেরু সাগর | (ii) কুরেশিয়ো স্রোত |
(c) কুমেরু মহাসাগর | (iii) মৌসুমি স্রোত প্রবাহ |
(d) আটলান্টিক মহাসাগর | (iv) উপসাগরিয় স্রোত |
(a) (b) (c) (d)
A) (iv) (iii) (ii) (i)
B) (iii) (ii) (i) (iv)
C) (i) (iv) (iii) (ii)
D) (ii) (i) (iv) (iii)
14. পৃথিবীর মোট সমুদ্র তলদেশের কত শতাংশ সমুদ্রখাতের অন্তর্গত?
A) 4%
B) 3.5%
C) 2.1%
D) 1.2%
15. উপকূলিয় বালিয়রি গঠনের ক্ষেত্রে পদার্থগুলির আদর্শ ব্যাস কত হওয়া প্রয়োজন?
A) 0.15mm
B) 0.50 mm
C) 0.25 mm
D) 0.75 mm
16. নব নিয়ন্ত্রনবাদের প্রবক্তা হলে-
A) লুসিয়ান ফেবর
B) ভিদাল-দা-লা-ব্লাশ
C) ফ্রেডরিক র্যাটজেল
D) এনাদের কেউ না
17. ব্যাবহারিক ভূগোলের সূচনা হয়-
A) ১৯৪০
B) ১৯৫০
C) ১৯৬০
D) ১৯৭০
18. কোন্ গ্রন্থে ভূকম্প ও আগ্নেয়গিরির উল্লেখ রয়েছে?
A) মহাভারত
B) ঋকবেদ
C) রামায়ন
D) পুরানে
19. জলচক্রের ধারনা ভূগোল বিষয়ে সর্বপ্রথম কোন্ ভৌগোলিকগণ উল্লেখ করেছিলেন?
A) ভারতীয়রা
B) গ্রীক
C) রোমান
D) চীন
20 টলেমি জ্যোতির্বিদ্যায় গাণিতিক মডেলের অবতারণা করেন কোন গ্রন্থে?
A) দি আউটলাইন অব জিওগ্রাফি
B) অ্যালমাগস্ট
C) দুটোই
D) কোনোটি নয়
21. ফুজিটা স্কেল নিচের কোন ক্ষেত্রে ব্যাবহার হয়?
A) ভুমিকম্প
B) টর্নেডো
C) হ্যারিকেন
D) টাইফুন
22. Pyrometer দ্বারা কি মাপা হয়?
A) সৌরকিরণ
B) প্রত্যক্ষ সৌরকিরণ এবং অপরোক্ষ ভাবে আকাশে বিকিরণ
C) চন্দ্রলোক
D) কোনোটি নয়
23. কোপেন তাঁর শ্রেণিবিন্যাস পদ্ধতিতে মধ্যতাপীর জলবায়ু অঞ্চলের দ্বিতীয়ক্রমে কোন্ অক্ষরের ব্যবহার করেছেন?
A) s
B) w
C) f
D) সবগুলি
24. কোন্ ভৌগোলিক ড্রোলড্রামের তিনটি পৃথক অঞ্চল নির্দিষ্ট করেছিলেন?
A) ফন
B) ফেরেল
C) বাইসব্যালেট
D) Crowe
25. ‘বর্ণবলয় বা Halo’ দেখা যায় ____ এর আগমনের সময়?
A) নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়
B) ক্রান্তীয় ঘূর্ণিঝড়
C) প্রতীপ ঘূর্ণিঝড়
D) কোনোটি নয়
26. ১. সোলানচক ও সোলনেৎজ মাটি সৃষ্টির প্রক্রিয়া হল-
A) কৈশিক
B) ইলুভিয়েশন
C) ধৌত
D) অনুস্রাবন
27. NPK কে কোন্ ধরনের মৌল বলে?
A) অনুঘটক
B) সংকটীয়
C) অত্যাবশ্যক
D) অপ্রয়োজনীয়
28. পর্ণমোচী অরণ্য ভূমির প্রধান জীব হল-
A) জিরাফ
B) ক্যাঙারু
C) র্যাকন
D) ক্যারিবু
29. মূলহীন একটি জলজ উদ্ভিদ হল-
A) ডলফিয়া
B) ঝাঁঝি
C) হিংচে
D) শুশনি
30. এল-ভিয়াজো কী?
A) লা নিনা বা প্রতি এল নিনা
B) এল নিনা
C) ঊর্ধ্বমূখী আবর্ত
D) শীতল দশা
31. Ecosystem কে আর কি ভাবে অধ্যায়ন করা যায়?
A) Ecology
B) Edaphology
C) Black box model
D) Ectypography
32. MAB-এর সচিবালয়টি কোথায় অবস্থিত?
A) প্যারিস
B) লন্ডনে
C) নিউইয়র্ক
D) জার্মানি
33. সমুদ্রদূষণ ও নদী দ্বারা মহীসোপানের বিপর্যয় রোধের উদ্দেশ্য গৃহীত একটি প্রকল্প হল-
A) SCOR
B) COWAR
C) INDR
D) UNEP
34. আর্সেনিক আবিষ্কার করেন-
A) বার্থেলোভ
B) সিলি
C) জোসিমাস
D) অ্যালবার্টস ম্যাগনাস্
35. বিলেক কী?
A) পিগমিদের বাসভূমি
B) ইবানদের খুবরির ন্যায় বাসগৃহ
C) স্থানান্তর কৃষি
D) পশু শিকারের অস্ত্র
36. Monila রোগ এবং Witch’s broom-কিসের সাথে যুক্ত?
A) কার্পাস
B) কফি
C) চা
D) কোকো
37. আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় সড়কের নাম কী?
A) হাইওয়ে
B) জাতীয় পথ
C) রাজপথ
D) মোটোরওয়ে
38. ক্লাব অফ রোম সংস্থার প্রধান কে ছিলেন?
A) ডি. এইচ মিডোশ
B) ব্রুন্ডল্যান্ড
C) জিমারম্যান
D) ওরিওরডান
39. সমাজের আর্থসামাজিক আদর্শ ও লক্ষ্য সম্পদের কার্যকারিতাকে-
A) বাড়াতে সাহায্য করে
B) রুদ্ধ করে দেয়
C) ধণাত্মক দিকে চালিত করে
D) সবকটি হতে পারে
40. ভারতের কফি বোর্ড কোথায় রয়েছে?
A) কলকাতা
B) চিকমাগালুরে
C) ব্যাঙ্গালুরুতে
D) ম্যাঙ্গালোরে
41. পরিব্রাজন সংক্রান্ত L.F.R মডেলটির নাম কী?
A) Low Factor Rate
B) Louis Fei Rains Model
C) Lee’s Feedback Review
D) কোনোটি নয়
42. “সম্পদের জোগান ও উৎপাদনের মধ্যে পার্থক্য শোষক ও শোষিত সমাজ সৃষ্টি করে”- তত্ত্বটি কার?
A) কার্ল মার্ক্স
B) ডাবল্ড
C) স্পেনসার
D) স্যাডলার
43. মানুষের সভ্যতার ইতিহাসে সর্বশেষ পরিব্রাজন ঘটেছে কোথায়?
A) অস্ট্রেলিয়া
B) প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ
C) এশিয়া
D) আমেরিকায়
44. Boat People (নৌকা মানব) কাদের বলা হয়?
A) ভিয়েতনাম থেকে যারা মালেশিয়াতে পালিয়েছিল
B) ভিয়েতনাম থেকে নৌকায় করে যারা চীনে পালিয়েছিল
C) নিগ্রহের কারণে ভিয়েতনাম থেকে যারা থাইল্যান্ডে নৌকার করে পালিয়েছিল
D) হংকং থেকে যারা নৌকায় করে থাইল্যান্ডে পালিয়েছিল
45. গ্রীনল্যান্ডের প্রাচীন জনজাতীর নাম কী?
A) ফিন্
B) এস্কিমো
C) ল্যাপ
D) সবগুলি
46. ফারসি চাকা ঘুড়িয়ে জলসেচের পদ্ধতিকে কি বলা হয়?
A) রাহাত
B) মোহট্
C) পিকোটো
D) লিফটিং
47. ভারতের কোন্ রাজ্য সামুদ্রিক তরঙ্গ দ্বারা বেশি ক্ষয় পায়?
A) কেরল
B) অন্ধ্রপ্রদেশ
C) তামিলনাডু
D) কর্ণাটক
48. ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে?
A) ট্রম্বে
B) পুনে
C) ব্যাঙ্গালুরু
D) চেন্নাই
49. বর্তমানে ভারতীয় রেলের কয়টি অঞ্চলীক বিভাগ রয়েছে?
A) 18
B) 17
C) 19
D) 16টি
50. চাঁদের দক্ষিণ মেরুতে কোন্ দেশ প্রথম পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছে?
A) ভারত
B) চীন
C) আমেরিকা যুক্তরাষ্ট্র
D) রাশিয়া
51. সমহারে মানের হ্রাসবিন্দু অনুযায়ী দুটি বিন্দুর অন্তবর্তী স্থানের মান নির্ণয়কে বলে-
A) স্যাডেল অবস্থা
B) ইন্টারপোলেশন
C) ইন্টারকানেক্টেড
D) কোনোটি নয়
52. ক্ষেত্রফল চিত্র নামে পরিচিত কোন্টি?
A) স্তম্ভ চিত্র
B) সমানুপাতিক বর্গচিত্র
C) সমানুপাতিক বৃত্ত
D) বিভক্ত বৃত্ত চিত্র
53. ডাম্পি লেবেলের অপর নাম কী?
A) হাইট লেভেল
B) টানসিট লেভেল
C) স্পিরিট লেভেল
D) উপরের কোনোটি নয়
54. NRSA এর সদর দপ্তর কোথায়?
A) দিল্লী
B) দেহরাদুন
C) ব্যাঙ্গালুরু
D) হায়দ্রাবাদ
55. জনঘনত্ব ও জনবন্টন দেখানো হয় কোন্ অভিক্ষেপের মাধ্যমে?
A) কার্ল বি মলয়েডের তৈরি মলয়েড অভিক্ষেপ
B) রিগোবার্ট বোন এর বোন্স অভিক্ষেপে
C) ফেমিশের মার্কেটর অভিক্ষেপে
D) স্যানসন এর সাইনুসয়ডাল অভিক্ষেপে
উত্তর
1. (D), 2. (B), 3. (B), 4. (C), 5. (B), 6. (B), 7. (C), 8. (A), 9. (A), 10. (D), 11. (A), 12. (B), 13. (B), 14. (D), 15. (C), 16. (C), 17. (C), 18. (D), 19. (D), 20. (B), 21. (B), 22. (B), 23. (D), 24. (D), 25. (A), 26. (A), 27. (B), 28. (C), 29. (B), 30. (A), 31. (C), 32. (A), 33. (A), 34. (D), 35. (C), 36. (B), 37. (A), 38. (A), 39. (D), 40. (C), 41. (B), 42. (A), 43. (B), 44. (C) , 45. (B), 46. (A), 47. (A), 48. (A), 49. (A), 50. (A) 51. (B), 52. (B) , 53. (C), 54. (D), 55. (A)