SLST Geography 25 MCQ Part-2

26. কোন্‌ মৃত্তিকা বিজ্ঞানী সোলোনেৎজ ও সোলানচক মাটিকে যথাক্রমে কালো ও সাদা ক্ষার মাটি হিসাবে অভিহিত করেছেন?

A) হিলগার্ড @

B) মিলনে

C) ভ্যান্ট হফ

D) জফ

27. পডসল মৃত্তিকার ‘B’ স্তরে গঠিত কঠিন স্তরটির নাম কী?

A) ক্যালিচা

B) ডিউরিক্রাস্ট

C) ক্রাটোভিনা

D) অর্টস্টেন বা অর্সটেন@

28. জীববৈচিত্র্য সম্পর্কিত “একটি ভিন্ন ধরণের দেশ” বইটির লেখক কে?

A) রেমন্ড দাসমান @

B) উইলসন

C) ওয়াল্টার. জি. রোজেন

D) ডারউইন

29. মৃত্তিকার কলোয়েডের ধারনা দেন কে?

A) গ্রাহাম @

B) মিশলে

C) ডকুচেভ

D) জেনি

30. নীচের কোন্‌ উপাদান টি জীব ভূগোলের অত্যাবশ্যকীয় উপাদান?

A) বিয়োজক

B) মৃত্তিকা @

C) জীবকূল

D) অরণ্যভূমি

31. “Environment Pollution” বইটির লেখক কে?

A) পার্কিন্স @

B) মনিবাসকম

C) রবার্ট কেলি

D) ডারউইন

32. “ফটোসিন্থেসিস” শব্দটিপ্রথম কে ব্যবহার করেন?

A) হেকেল

B) ট্যান্সলে

C) বার্নেস @

D) সুয়েস

33. ঐকোলজি (Oekologie) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

A) হানস রিটার (1865) @

B) টেনসলে (1935)

C) ই. পি. ওডাম (1966)

D) হেকেল (1866)

34. জলভূনিতে ইউট্রোফিকেশনের জন্য দায়ী ?

A) সালফারের বৃদ্ধি

B) কার্বনেটের বৃদ্ধি

C) নাইট্রোজেনের বৃদ্ধি

D) ফসফরাসের বৃদ্ধি @

35. বিশ্বের বৃহত্তম স্পঞ্জ আয়রন উৎপাদনকারী দেশের নাম কী?

A) ভারত @

B) যুক্তরাষ্ট্র

C) চীন

D) জার্মানি

36. কে শস্যের নামের সাথে অক্ষর ব্যবহার করেন?

A) জে. সি. ওয়েবার @

B) জনসন

C) ও. ই. বেকার

D) ডি. থমাস

37. কোন্‌ জলবায়ুর ওপর বনভূমি ধ্বংসের প্রভাব পড়ে?

A) ম্যাক্রো জলবায়ু

B) মাইনর জলবায়ু

C) মেসো জলবায়ু

D) মাইক্রো জলবায়ু @

38. স্যাডফু জলসেচ প্রথা কোন্‌ দেশে প্রচলিত?

A) মিশর @

B) পাকিস্তান

C) আমেরিকা যুক্তরাষ্ট্র

D) জাপান

39.  প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে কোথায় পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে?

A) বিশাখাপত্তনম

B) কয়ালিতে

C) ট্রম্বেতে

D) ভদোদরাতে@

40. Institute of wood science & technology-কোথায় অবস্থিত?

A) মহীশূরে

B) বেঙ্গালুরুতে @

C) দেরাদুনে

D) এলাহাবাদে

41. জনগণের পেশাগত গঠনের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক স্থাপন করেন কে?

A) ক্লার্ক ও ইভান্স

B) ক্লার্ক ও ফিশার @

C) রিটার ও হামবোল্ড

D) থমসন ও ব্লেকার

42. ‘আমল্যান্ড’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

A) মার্ক জেফারসন

B) সি. জে. গ্যালপিন

C) আন্দ্রে অ্যালিক্স @

D) প্র্যাট্রিক গেডেস

43. মাথাপিছু আয় ও জনসংখ্যার আয়তনের মধ্যে বিপরীত সম্পর্ক দেখিয়েছেন কে?

A) লাইবেন্সটাইন @

B) গিনি

C) কার্ল মার্কস

D) ডাবল্‌ডে

44. কত তম সংবিধান সংশোধনে পৌর সংস্থাগুলিকে গণতান্ত্রিক স্বশাসনের অধিকার দেওয়া হয়েছে?

A) 72

B) 73

C) 74 @

D) 75

45. ছদ্মবেশি মানুষ হিসাবে কোন্‌ উপজাতী বহুল পরিচিত?

A) তোয়ারেগ @

B) বানজারা

C) বিন্দুগু

D) বেদুইন

46. ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই?

A) মেঘালয়

B) নাগাল্যান্ড @

C) মণিপুর

D) গোয়া

47. সিবণ রেখা দেখা যায় কোথায়?

A) শিবালিক হিমালয়ে

B) ব্রম্ভ্রপুত্র উপত্যকায় @

C) তিস্তা উপত্যকায়

D) মধ্য হিমালয়ে

48. ভারতের সামাজিক বনসৃজনের গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?

A) এলাহাবাদ @

B) দেরাদুন

C) পুনে

D) যোধপুর

49. নাথপা ঝাকরি জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে?

A) পাঞ্জাব

B) হিমাচল প্রদেশ @

C) জম্মু ও কাশ্মীর

D) উত্তরাখন্ড

50.  “পরুষণি” কার প্রাচীন নাম?

A) শতদ্রু

B) রাভী

C) সরস্বতী

D) বিপাশা @

Leave a Comment