SLST Geography 25 MCQ Part-1

1) কোবার “জুইসচেনজিবার্গ” শব্দের মাধ্যমেকাকে চিহ্নিত করেছেন?

A) ওরোজেন

B) কটোজেন

C) মিডিয়ানমাস @

D) মহীখাত

2. ভস্ম সঞ্চিত মালভূমিকে কি বলা হয়?

A) স্টেপটেন @

B) থলোয়েড

C) ইগনিমব্রাইট

D) পাইরোক্লাস্টিক মালভূমি

3. ‘Sea floor spreading’ শব্দটির ব্যাবহার প্রথম কে করেছিলেন?

A) R. S. Dietz (1961) @

B) H.S Hess (1960)

C) হোমস (1962)

D) ভাইন ও ম্যাথুজ (1960)

4. জিপসাম কি ধরণের শিলার (পাললিক) উদাহরণ?

A) সিলিকেট জাতীয়

B) বালুকা জাতীয়

C) সালফেট জাতীয় @

D) শিলাখন্ডময়

5. অভিকর্ষজ মান প্রকাশের একক হল ‘গ্যাল’। 1 গ্যাল কত বোঝায়?

A) 100 cm/sq sec

B) 1 cm/sq sec @

C) 10 cm/sq sec

D) 0.1 cm/sq sec

6. পানপ্লেন সম্পর্কে কোন্‌ তথ্যটি সঠিক?

A) প্লাবন ভূমির সংযুক্তিকরনের ফলে সৃষ্ট বৃহৎ সমতল ভূমি

B) নদীর ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট সমতলভূমি

C) বায়ুর ক্ষচক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট সমতলভূমি@

D) শুষ্ক মরু অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ

7. বেল্টেড আউটক্রপ প্লেন দেখা যায় কোন্‌ পর্যায়ে?

A) যৌবন পর্যায়ে

B) পরিনত পর্যায়ে

C) বার্ধক্য পর্যায়ে@

D) প্রাথমিক পর্যায়ে

8. পশিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন্‌ ধরণের জলনির্গম প্রণালী লক্ষ করা যায়?

A) বৃক্ষরুপী

B) সমান্তরাল@

C) অরীয়

D) আয়তকার

9. আয়াম শৈলশিরার নতিঢাল মৃদু কিন্তু ভৃগুঢাল বা বিপরীত নতিঢাল খাড়া হয়, এই ধরণের ভূমিরূপকে কি বলে?

A) হগব্যাক

B) কুয়েস্তা@

C) চ্যুতিরেখা ভৃগু

D) ভৃগুতট

10. ‘মেসা’ ভূমিরূপের সাপেক্ষে নিচের কোন্‌ যুক্তিটি উপযুক্ত?

A) বিচ্ছিন্ন খাড়া ঢালযুক্ত সমতল মাথাবিশিষ্ট মালভূমির অংশ@

B) পৃথিবীর অভ্যন্তরে ভূত্বক ও কেন্দ্রম্নডলের মধ্যবর্তী অংশ

C) অতিসূক্ষ্ণ দানাযুক্ত রূপান্তরিত শিলা

D) কোনোটি নয়

11. নিম্নের কোন দেশে বিশ্বের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? 

A) ক্যানাডা @

B) ব্রাজিল

C) অস্ট্রেলিয়া

D) জাপান

12. সমুদ্রস্রোত শক্তি সংগ্রহ নিম্নের কোন উপাদানটি থেকে?

A) সৌর জগৎ

B) নদীর জল থেকে

C) বায়ু প্রবাহ থেকে @

D) উষ্ণ প্রস্রবণ থেকে

13. নিম্নলিখিত কোন্‌টি চুন জাতীয় সিন্ধুকর্দ?

A) ডায়াটম

B) রেডিওলারিয়ান

C) গ্লোবিজেরাইনা @

D) সবগুলি

14. ‘ইন্টারন্যাশানার সি বেড অথরিটি’ কবে গঠিত হয়?

A) 1992

B) 1958

C) 1982 @

D) 2004

15. ‘বাল্টিক সাগরের লবণতা ভূমধ্যসাগরের তুলনায় কম’-এর কারণ কী?

A) বাষ্পীভবন কম

B) বৃষ্টিপাত বেশি

C) নদী থেকে আগত মিষ্টি জলের পরিমান অধিক

D) A ও C দুটোই @

16. টলেমি জ্যোতির্বিদ্যায় গাণিতিক মডেলের অবতারণা করেন কোন গ্রন্থে?

A) দি আউটলাইন অব জিওগ্রাফি

B) অ্যালমাগস্ট@

C) দুটোই

D) কোনোটি নয়

17. মানচিত্র ভূগোলের জন্মদাতা কে?

A) পেশেন

B) হুমবোল্ট

C) র‍্যাটজেল@

D) ব্লাশ

18. গণিত ও প্রকৃতির মিশ্রণ দেখা যায় কোন্‌ গ্রন্থের অংশে?

A) একুমেন@

B) কসমস

C) অ্যান্টিপড

D) আরকুন্ড

19. সামাজিক ভূবিদ্যা থেকে ভূগোলের ক্রমহ্রাস- কে প্রস্তাব রাখেন?

A) জ্যাঁ ব্রুস

B) ভিদাল-দ্য-লা-ব্লাশ

C) এমিল ডুর্কহাইম @

D) লুসিয়ান ফেবর

20. “অধিযান্ত্রিক বস্তুবাদ’-এর সমর্থক ছিলেন কে?

A) অগাস্ট কোঁৎ

B)  সেম্পেল

C)  জুলিয়ান অরে দ্য লামেত্রি @

D) হামবোল্ট

21. Biosterous Gale নামে পরিচিতকোন ধরণের বায়ু?

A)  বাণিজ্য বায়ু

B) প্রত্যায়ন বায়ু

C) পশ্চিমা বায়ু @

D) মেরু বায়ু

22. সৌর কলঙ্কের পরিমান বেশি আগত ইনসোলেশনের পরিমান-

A) বৃদ্ধি পায় @

B) হ্রাস পায়

C) স্থির থাকে

D) কোনো কার্যকারিতা নেই

23. UNCCC এরমতে নিম্নোলিখিত কোন্‌ গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়?

A) সালফার ডাই অক্সাইড @

B) সালফার হেক্সাফ্লুরাইড

C) নাইট্রাস অক্সাইড

D) মিথেন

24. কোপেনের ‘Cs’ প্রতীকটি কোন্‌ জলবায়ু নির্দেশিত করে?

A) নিরক্ষীয় জলবায়ু

B) মেরু জলবায়ু

C) নাতিশীতোষ্ণ জলবায়ু

D) ভূমধ্যসাগরীয় জলবায়ু@

25. একই সময়ে সংঘটিত বজ্রঝড়যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয় সেই রেখাকে কী বলা হয়?

A) Isoneph

B) Isohel

C) Isobront @ D) isothunder

Leave a Comment