ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (Rajiv Gandhi)

প্রাককথন

1944 সালের 20 শে আগস্ট বোম্বাইতে রাজীব গান্ধীর জন্ম হয় । তার মাতা ছিলেন ইন্দিরা গান্ধী এবং পিতা ফিরোজ গান্ধী (Feroze Jehangir Ghandy) । 1970 সালে তিনি ভারতীয় বিমান পরিষেবায় পাইলট এর কাজে যোগ দেন । 1981 সালের 16 ই ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদান করেন । 1984 সালের অক্টোবরে তার মাতা ইন্দিরা গান্ধীর হত্যার পর তিনি 31 শে অক্টোবর প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন । 1984 সালে তিনি আমেঠি থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হন । বর্তমান তামিলনাড়ু রাজ্যের কাঞ্চীপুর জেলার শ্রীপেরুমবুদ্রু গ্রামের এক জনসভায় Liberation Tigers of Tamil Eelam এর সদস্যের আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন । 1991 সালে রাজীব গান্ধীকে  মরণোত্তর ভারত রত্ন উপাধি প্রদান করা হয় ।

রাজীব গান্ধী (Rajiv-Gandhi) :

1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরপরই 24-28 শে ডিসেম্বরে 516 টি আসনে ভারতের অষ্টম লোকসভা ভোট সম্পন্ন হয় এবং ভারতীয় জাতীয় কংগ্রেস 404 টি আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে । উত্তর প্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র থেকে রাজীব গান্ধী জয়ী হন এবং 1984 সালের 31 শে ডিসেম্বর দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন । দ্বিতীয় পর্যায়ে তিনি 1989 সালের 2 রা ডিসেম্বর পর্যন্ত তার কার্যকাল অতিবাহিত করেন । 

তার এই সময়কালে :

i) 1985 সালের 8 ই এপ্রিল Special Protection Group (SPG) গঠন করা হয় । ii) 1985 সালের 24 শে মে Terrorist and Disruptive Activities (Prevention) Act, বা TADA কার্যকর হয় । iii) 1985 সালের 20 শে সেপ্টেম্বর Indira Gandhi National Open University এর সূচনা হয় । iv) 1985 সালের 14 ই নভেম্বর Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 কার্যকর হয় । v) 1986 সালের 9 ই জানুয়ারি Environment Protection Act পাস হয় । vi) 1986 সালের 1 লা এপ্রিল Videsh Sanchar Nigam Limited (VSNL) গঠিত হয় । vii) 1986 সালের 30 শে এপ্রিল পঞ্জাবে Operation Black Thunder-I আরম্ভ হয় । viii) 1986 সালের 6 ই জুলাই স্বাধীনতা সংগ্রামী তথা ভারতের চতুর্থ ডেপুটি প্রধানমন্ত্রী জগজীবন রামের (বাবুজী) জীবনাবসান ঘটে । ix) 1986 সালের 27 শে অক্টোবর Inland Waterways Authority of India (IWAI) গঠিত হয় । x) 1986 সালের 18 ই নভেম্বর রাজস্থানে Operation Brasstacks এর সূচনা হয় । xi) 1986 সালের 24 শে ডিসেম্বর The Consumer Protection Act,1986 পাস হয় । xii) National Policy on Education (NPE) -1986 পাস হয় । xiii) 1987 সালের 15 ই জানুয়ারি RBI দ্বারা Indira Gandhi Institute of Development Research স্থাপিত হয় । xiv) 1987 সালের 16 ই এপ্রিল সুইডেন রেডিও এর মাধ্যমে বোফর্স কেলেংকারী জনসমক্ষে আসে । xiv) 1987 সালের 25 শে জুলাই ভারতের অষ্টম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন রামস্বামী ভেঙ্কটরামন । xv) 1987 সালের 30 শে মে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অঙ্গরাজ্যর মর্যাদা লাভ করে । xvi) 1987 সালের 8 ই অক্টোবর ভারতে Cricket World Cup-1987 বা Reliance Cup 1987 তথা চতুর্থ বিশ্বকাপের সূচনা হয় ভারতে । xvii) 1988 সালের 12 ই এপ্রিল Securities and Exchange Board of India (SEBI) স্থাপিত হয় । xviii) 1988 সালের 9 ই জুলাই National Housing Bank স্থাপিত হয় । xix) 1988 সালের 20 শে ডিসেম্বর 61 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 326 নম্বর ধারা সংশোধন করে নাগরিকের ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয় । xx) 1988 সালের 11 ই অক্টোবর বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বে জনতা দল গঠিত হয় । xx) 1989 সালের 22 শে মে ভারতের প্রথম Intermediate-Range Ballistic Missile (IRBM) হিসাবে “অগ্নি” এর সফল পরীক্ষণ হয় ওড়িশার চন্ডিপুরে । xxi) 1989 সালের 22 থেকে 26 শে নভেম্বর নবম লোকসভা ভোট গৃহীত হয় । xxii) 1989 সালের 2 রা ডিসেম্বর বিশ্বনাথ প্রতাপ সিং ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ।

Leave a Comment