ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra-Modi)

নরেন্দ্র মোদী 1950 সালের 17 ই সেপ্টেম্বর বর্তমান গুজরাটের মেহসনা জেলার ভাডনগর নামক ছোট্ট শহরে গুজরাটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতা ছিলেন স্বর্গীয় দামোদরদাস মূলচাঁদ মোদী এবং হলেন হীরাবেন মোদী । মোদী স্বল্প বয়সে গৃহত্যাগ করেন এবং  Rashtriya Swayamsevak Sangh (RSS) তে যোগদান করেন । 1980 সালে গুজরাট বিজেপির অন্যতম নেতৃত্ব গজেন্দ্রগডকর ও নাথলাল জাগডা এর তত্বাবধানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন । 1987 সালে তিনি গুজরাট বিজেপির অধ্যক্ষ নির্বাচিত হন । 2001 সালের 7 ই অক্টোবর কেশুভাই পাটেলের বিকল্প হিসাবে নরেন্দ্র মোদী গুজরাটের চতুর্দশ তম মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন এবং একটানা 2014 পর্যন্ত ঐ পদে আসীন থাকেন । 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাকে প্রধানমন্ত্রী পদের মুখ হিসাবে উপস্থাপন করে প্রচার করে জয়লাভ করলে স্বাধীন ভারতে জন্মগ্রহণ কারী ব্যক্তি হিসাবে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন । 2019 সালে তথাকথিত “মোদী লেহের” এর মাধ্যমে বিজেপি পুনরায় ক্ষমতায় আসে এবং দ্বিতীয় বারের জন্য তিনি প্রধানমন্ত্রীর শপথ নেন । বর্তমানে তিনি ভারতের প্রধানমন্ত্রী পদ অলংকৃত করে তার দ্বায়িত্ব পালন করে চলেছেন ।

নরেন্দ্র মোদী (Narendra-Modi) :

2014 সালের 7 ই এপ্রিল থেকে 12 ই মে এর মধ্যে 543 আসনে 9 টি পর্বে ষোড়শ লোকসভা নির্বাচন সংঘটিত হয় এবং 16 ই মে ষোড়শ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় । এই নির্বাচনের ফলাফল হিসাবে এই প্রথমবার জাতীয় কংগ্রেসে ধ্বস নামে এবং তথাকথিত “Dabble Digits” এ নেমে মাত্র 44 টি আসনে জয়লাভ করে । অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (NDA) এর ব্যপক উত্থান ঘটে এবং 282 টি আসন জয় করে । অষ্টম লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনে উদ্যোগ নেয় । এই লোকসভা নির্বাচনের পূর্বেই প্রধানমন্ত্রী পদের মুখ হিসাবে বিজেপি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নির্ধারিত করায় পরবর্তী প্রধানমন্ত্রী তথা ভারতের চতুর্দশ তম প্রধানমন্ত্রী হিসাবে 2014 সালের 26 শে মে নরেন্দ্র দামোদরদাস মোদী  শপথ নেন । তিনি প্রথম পর্যায়ে 2019 সালের 26 শে মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন ।

তার এই সময়কালে :

i) 2014 সালের 2 রা জুন অন্ধ্র প্রদেশের কিছু অংশ নিয়ে পৃথক রাজ্য হিসাবে ভারতের 29 তম রাজ্য তেলেঙ্গানার উদ্ভব ঘটে । ii) 2014 সালের 8 ই জুন মুম্বাই মেট্রোর প্রথম লাইন উদ্ঘাটন হয় । ii) 2014 সালের 30 শে জুন PSLV-C23 লঞ্চার এর দ্বারা ISRO পাঁচটি বিদেশী উপগ্রহ সফল উৎক্ষেপন করে । iii) 2014 সালের 28 শে আগস্ট Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) এর সূচনা হয় । iv) 2014 সালের 5 ই সেপ্টেম্বর ভারত-অস্ট্রেলিয়া ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয় । v) 2014 সালের 24 শে সেপ্টেম্বর মঙ্গল যান সফলভাবে মঙ্গলের কক্ষপথে স্থাপিত হয় । vi) 2014 সালের 30 শে সেপ্টেম্বর NASA & ISRO এর মধ্যে NISAR স্যাটেলাইট ও পরবর্তী মঙ্গল মিশনের চুক্তি স্বাক্ষরিত হয় । vii) 2014 সালের 2 রা অক্টোবর প্রধানমন্ত্রী “স্বচ্ছ ভারত মিশন” এর সূচনা করেন । viii) 2014 সালের 10 ই অক্টোবর ভারতে “Bachpan Bachao Andolan” এর পথিকৃৎ কৈলাস সত্যার্থী পাকিস্তানের মালালা ইউসুফযাই এর সাথে নোবেল পুরস্কারে মনোনীত হন । ix) 2014 সালের 30 শে অক্টোবর প্রধানমন্ত্রী রেডিও অনুষ্ঠিত “মন কী বাত” এর সূচনা হয় । x) 2014 সালের 5 ই ডিসেম্বর জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার উরির সৈন্য ঠিকানায় আতঙ্কবাদী হামলা হয় । x) 2014 সালের 12 ই জুন Air Asia India এর উড়ান আরম্ভ হয় । xi) 2015 সালের 1 লা জানুয়ারি পরিকল্পনা কমিশন এর পরিবর্তে NITI Aayog এর সূচনা হয় । xii) 2015 সালের 3 রা মার্চ ECI ভারতে  National Electoral Roll Purification and Authentication Programme এর সূচনা করে । xiii) 2015 সালের 14 ই মার্চ আমেদাবাদ মেট্রোর কাজ আরম্ভ হয় । xiv) 2015 সালের 23 শে মার্চ অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী হিসাবে আমরাবতী কে ঘোষণা করা হয় । xv) 2015 সালের 8 ই এপ্রিল Micro Units Development and Refinance Agency Bank (MUDRA Bank) এর সূচনা হয় । xvi) 2015 সালের 9 ই মে কলকাতার নজরুল মঞ্চ থেকে প্রধানমন্ত্রী Pradhan Mantri Suraksha Bima Yojana, Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana, এবং Atal Pension Yojana এই তিনটি সামাজিক সুরক্ষা যোজনার কথা ঘোষণা করেন । xvii) 2015 সালের 21 শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয় । xviii) 2015 সালের 29 শে জুন ভারত Asian Infrastructure Investment Bank এর সাথে চুক্তিবদ্ধ হয় । xix) 2015 সালের 1 লা জুলাই Digital India কর্মসূচীর সূচনা করেন প্রধানমন্ত্রী । xx) 2015 সালের 18 ই আগস্ট Cochin International Airpo সম্পূর্ণভাবে সৌর বিদ্যুৎ সমৃদ্ধ হয় । xxi) 2015 সালের 16 ই সেপ্টেম্বর ভারত সরকার পাঁচ বছরের জন্য National Socialist Council of Nagaland (Khaplang) অবৈধ ঘোষণা করে । xxii) 2015 সালের 28 শে সেপ্টেম্বর ভারতের প্রথম space observatory, AstroSat সফলভাবে উৎক্ষেপন করে । xxiii) 2015 সালের 20 শে অক্টোবর ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযানের ভিত্তি স্থাপক তথা ভারতীয় সামুদ্রিক জীববিদ Syed Zahoor Qasim এর জীবনাবসান ঘটে xxiv) 2015 সালের 26 শে অক্টোবর দিল্লীতে তৃতীয় India–Africa Forum Summit এর সূচনা হয় । xxv) 2015 সালের 31 শে অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে রাষ্ট্রীয় একতা দিবস (National Unity Day) হিসাবে ঘোষণা করা হয় । xxvi) 2015 সালের 26 শে নভেম্বর ঐ দিনটিকে “সংবিধান দিবস” হিসাবে ঘোষণা করা হয় । xxvii) 2016 সালের 5 ই এপ্রিল বিহারে মদ নিষিদ্ধ হয় । xxviii) 2016 সালের 22 শে জুন ISRO একসাথে 20 টি উপগ্রহ সফলভাবে মহাকাশে উৎক্ষেপন করে PSLV-XL এর মাধ্যমে । xxix) 2016 সালের 3 রা আগস্ট সংসদে Goods and Services Tax (India) বিল পাস হয় । xxx) 2014 সালের 28 শে সেপ্টেম্বর ভারত পাকিস্তানের অভ্যন্তরে Surgical Strike চালায় । xxxi) 2016 সালের 8 ই নভেম্বর প্রধানমন্ত্রী সেই সময় প্রচলিত 500 ও 1000 টাকার নোট বাতিল বলে ঘোষণা করে (Demonitisation)।  xxxii) 2016 সালের 30 শে নভেম্বর প্রেক্ষাগৃহে চলচিত্র প্রদর্শনীর পূর্বে জাতীয় সঙ্গীত চালানো বাধ্যতামূলক করে সুপ্রিমকোর্ট । xxxiii) 2016 সালের 5 ই ডিসেম্বর তামিলনাড়ুর জনপ্রিয় মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনাবসান ঘটে । xxxiv) 1016 সালের 24 শে ডিসেম্বর প্রধানমন্ত্রী পুণে মেট্রোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন । xxxv) 2017 সালের 2 রা জানুয়ারি পরমাণু সক্ষম  intercontinental ballistic missile Agni-IV এর সফল পরীক্ষণ করে ভারত । xxxvi) 2017 সালের 6 ই জানুয়ারি অভিনেতা ওম পুরীর জীবনাবসান ঘটে । xxxvii) 2017 সালের 15 ই ফেব্রুয়ারি ISRO একসাথে 7 টি দেশের 104 টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপন করে  PSLV-C37 এর মাধ্যমে । xxxviii) 2017 সালের 6 ই মার্চ ভারতীয় নৌসেনার 30 বছর কাজের পর aircraft carrier, INS Viraat কে অবসর প্রদান করা হয় । xxxix) 2017 সালের 9 ই জুন ভারত Shanghai Cooperation Organisation এর পূর্ণ সদস্য হিসাবে বিবেচিত হয় । xl) 2017 সালের 17 ই জুন কোচি মেট্রোর উদ্বোধন হয় । xli) 2017 সালের 1 লা জুলাই Goods and Services Tax (India) Act কার্যকর হয় । xlii) 2017 সালের 20 শে জুলাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন রামনাথ কোবিন্দ । xliii) 2017 সালের 25 শে জুলাই ভারতের চতুর্দশ তম রাষ্ট্রপতির দ্বায়িত্ব গ্রহণ করেন রামনাথ কোবিন্দ । xliv) 2017 সালের 11 ই আগস্ট ভারতের ত্রয়োদশ উপরাষ্ট্রপতি হিসাবে কার্যভার গ্রহণ করেন ভেন্কাইয়া নাইডু । xlv) 2017 সালের 5 ই সেপ্টেম্বর লখনউ মেট্রোর উদ্বোধন হয় । xlvi) 2017 সালের 29 শে নভেম্বর হায়দ্রাবাদ মেট্রোর উদ্বোধন হয় । xlvii) 2017 সালের 13 ই ডিসেম্বর ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিবসীয় ক্রিকেটে তৃতীয়বার দ্বি-শতক করেন ।

xlviii) 2018 সালের 20 শে জানুয়ারি পাকিস্তানকে হারিয়ে 2018 Blind Cricket World Cup জয় করে । xlix) 2018 সালের 3 রা ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারিয়ে 2018 Under-19 Cricket World Cup জয় করে ভারতীয় দল । l) 2018 সালের 13 ই আগস্ট প্রাক্তন লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জির জীবনাবসান ঘটে । li) 2018 সালের 16 ই আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি এর জীবনাবসান ঘটে ।

lii) 2019 সালের 2 রা জানুয়ারি তিনটি ব্যাংক (দেনা, বিজয়া, বরোদা) এর সংযুক্তিতে সরকার সম্মতি দেয় । liii) 2019 সালের 4 ঠা জানুয়ারি ভারতের পর্বতারোহী অরুনিমা সিংহ প্রথম বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) মহিলা হিসাবে বিশ্বের প্রথম আন্টার্কটিকার মাউন্ট ভিনসন পর্বত জয় করেন । liv) 2019 সালের 14 ই ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কপথে পুলবামা আক্রমণ ঘটে এবং 40 জন CRPF শহীদ হন । lv) 2019 সালের 26 শে ফেব্রুয়ারি ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে  2019 Balakot airstrike করে । lvi) 2019 সালের 27 শে মার্চ ভারতের বিজ্ঞানীরা সফলভাবে Mission Shakti পরীক্ষণ করে এবং এর ফলে ভারত (আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও , চীন এর পর) চতুর্থ দেশ হিসাবে Anti-satellite missile অধিকারী দেশে যায়গা করে নেয় । lvii) 2019 সালের 19 শে এপ্রিল লোকসভা ভোট গ্রহণ আরম্ভ হয় । lviii) 2019 সালের 23 শে মে লোকসভা ভোটগণনা হয় এবং বিজেপি বিপুল সংখ্যক সমর্থন নিয়ে বিজয়ী দল হিসাবে পুনরায় নির্বাচিত হয় ।

নরেন্দ্র মোদী (Narendra-Modi) :

2019 সালের 11 ই এপ্রিল থেকে 19 শে মে এর মধ্যে ভারতের সপ্তদশ তম লোকসভা জনমত গৃহীত হয় এবং 23 শে মে ফলাফল ঘোষণা করা হয় । এই নির্বাচনের ফলাফল হিসাবে ভারতীয় জনতা পার্টি পূর্বের লোকসভা ভোটের নিরিখে 21 টি অধিক আসনে জয়লাভ করে একক ভাবে মোট 303 টি আসন দখল করে । অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস পূর্বের থেকে 8 টি অধিক আসনে জয়লাভ করে 52 টি আসন দখল করে । অন্যান্যদের মধ্যে DMK 23 টি আসনে জয়লাভ করে । বিজেপি এই নির্বাচনে 37.6 শতাংশ জনমত এবং 55.8 শতাংশ আসন নিয়ে ক্ষমতায় আসে । বিজেপির অন্যান্য সহযোগী দলের আসন মিলিয়ে NDA এর মোট আসন সংখ্যা দাঁড়ায় 353 টি । এই নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী মুখ নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসী থেকে জয়লাভ করে । এবং রাজনৈতিক প্রতিপক্ষ দলের অধ্যক্ষ রাহুল গাঁধী কেরালার ওয়েনাদ ও উত্তর প্রদেশের আমেঠি থেকে প্রতিদ্বন্ধীতা করলেও আমেঠি তে পরাজিত হন । সপ্তদশ লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য 172 আসন প্রয়োজন হলেও বিজেপি 303 টি আসন জয়লাভ করে এককভাবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং পূর্বনির্ধারিতভাবে দ্বিতীয়বারের জন্য 2019 সালের 26 শে মে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করে “Modi 2.0” এর সূচনা করেন এবং তা বর্তমান সময়েও অব্যাহত ………

তার এই সময়কালে :

i) 2019 সালের 30 শে মে তিনি প্রধানমন্ত্রী দপ্তরের দ্বায়িত্ব প্রারম্ভ করেন । ii) 19 শে জুলাই বিদিশা বালিয়ান ভারতের প্রথম বধির নারী হিসাবে Miss Deaf World-2019 জয় করেন । iii) 23 শে জুলাই ISRO দ্বিতীয় চন্দ্রায়ন অভিযান এর জন্য সফলভাবে যান উৎক্ষেপন করেন । iv) 30 শে জুলাই ভারতে মুসলিম সম্প্রদায়ের প্রচলিত “তিন তালাক” অবৈধ ঘোষণা করা হয় । v) 5 ই আগস্ট ভারতীয় সংবিধান থেকে Article 370 ও Article 35A এর অপসারণ ঘটিয়ে জম্মু-কাশ্মির কে দুটি অংশে বিভক্ত করে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামক দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলের গঠন করার কথা ঘোষণা করা হয় । vi) 27 শে আগস্ট প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরম INX Media Scam এর জন্য CBI দ্বারা গ্রেফতার হয় । vii) 6 ই সেপ্টেম্বর দ্বিতীয় চন্দ্রায়ন অভিযান সফল হয় এবং কিন্তু বিক্রম নামক ল্যান্ডার চন্দ্র পৃষ্ঠে আছড়ে পড়ে । viii) 16 ই সেপ্টেম্বর Jammu & Kashmir National Conference এর অধ্যক্ষ ফারুক আব্দুল্লা Public Safety Act (PSA) আইনে গ্রেফতার হয় । ix) 22 শে সেপ্টেম্বর আমেরিকার টেক্সস প্রদেশের হাউসটনে অবস্থিত NRG  স্টেডিয়ামে “Howdy, Modi: Shared Dreams Bright Futures rally” তে 50,000 প্রবাসী ভারতীয় কে প্রধানমন্ত্রী সম্বোধিত করেন । x) 31 শে অক্টোবর জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি লাভ করে । xi) 9 ই নভেম্বর ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বহু বিতর্কিত রাম জন্মভূমি মামলার নিষ্পত্তি করে হিন্দুদের পক্ষে রায় দেন । xii) 11 ই ডিসেম্বর Citizenship (Amendment) Act, 2019 পাস হয় । …………

Leave a Comment