মনমোহন সিং বর্তমান পাকিস্তানের পঞ্জাব প্রদেশের চাকোয়াল জেলার গাহ নামক স্থানে শিখ পরিবারে 1932 সালের 26 শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন । 1947 সালে ভারত বিভাগের পর পাকিস্তানিদের অত্যাচারে হাজার হাজার হিন্দু ও শিখা সম্প্রদায়ের মতো তার পরিবারও জন্মভিটা ছেড়ে ভারতের অমৃতসরে চলে আসেন । তার পিতা ছিলেন গুরমুখ সিং এবং মাতা অমৃত কৌর্ । ডঃ সিং অর্থনীতি শাস্ত্রে তার শিক্ষাজীবন অতিবাহিত করেন । শিক্ষা জীবনের শেষের দিকে তিনি 1966–1969 সালে United Nations Conference on Trade and Development (UNCTAD) এ কাজ করেন । 1969 সালে Ministry of Foreign Trade এর উপদেষ্টা হিসাবে Lalit Narayan Mishra দ্বারা তিনি নিযুক্ত হন । 1969-1971 পর্যন্ত তিনি Delhi School of Economics, University of Delhi এর আন্তর্জাতিক বাণিজ্য দপ্তরের অধ্যক্ষ হিসাবে কাজ করেন । 1972 সালে ভারতের অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে যোগদান করেন । 1976 সালে অর্থ মন্ত্রকের সচিব পদে যোগদান করেন । 1982-1985 পর্যন্ত তিনি Reserve Bank of India এর গভর্নর পদ অলংকৃত করেন । 1990 সালে তিনি V. P. Singh এর প্রধানমন্ত্রীত্বের সময় ভারতের তার অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে দ্বায়িত্ব পালন করেন । 1991 সালে University Grants Commission এর চেয়রম্যান হন ।
রাজনৈতিক জীবন হিসাবে তিনি 1991, 1995 এবং 2001 সালে রাজ্য সভার সদস্য হিসাবে মনোনীত হন । 1999 সালে দক্ষিণ দিল্লী বিধানসভা থেকে প্রার্থী হলেও বিজেপির বিজয় কুমার মালহোত্রার কাছে পরাজিত হন । 2004 সালে তিনি সোনিয়া গান্ধীর পৌরহিত্যে রাজ্যসভা থেকে আচমকাই ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী হিসাবে কার্য প্রারম্ভ করেন । পঞ্চদশ লোকসভা নির্বাচনের পর তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন । 2014 সালে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং বর্তমানে রাজস্থান থেকে রাজ্যসভার প্রতিনিধি হিসাবে তার কার্যাবলী জারি রেখেছেন ।
মনমোহন সিং (Manmohan Singh) :
2004 সালের 20 শে এপ্রিল থেকে 10 ই মে এর মধ্যে 543 আসনে চতুর্দশ লোকসভা নির্বাচন সম্পন্ন হয় এবং 13 ই মে ফলাফল ঘোষণা হয় । এই লোকসভা নির্বাচনের ফল হিসাবে জাতীয় কংগ্রেস 145 টি, বিজেপি 138 টি এবং CPIM 43 টি এবং সমাজবাদী পার্টি 36 টি আসন লাভ করে । আগের বারের মতো এবারও একক কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি । কংগ্রেস তার সহযোগী দলের সমর্থনে সরকার গড়ার আমন্ত্রণ পায় এবং সোনিয়া গান্ধীর নির্দেশে ডঃ মনমোহন সিং কে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয় । অবশেষে 20 শে মে ভারতের ত্রয়োদশ তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং শপথ নেন এবং 22 শে মে থেকে কার্য নির্বাহ প্রারম্ভ করেন । তিনি এই পদে 2009 সালের 22 শে মে পর্যন্ত কার্য নির্বাহ করেন ।
তার এই সময়কালে :
i) 2004 সালের 1 লা আগস্ট Senior Citizen Savings Scheme ঘোষণা করা হয় । ii) 2004 সালের 18 ই অক্টোবর চন্দন দস্যু বীরাপ্পান কে এনকাউন্টার করা হয় । iii) 2004 সালের 23 শে ডিসেম্বর ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী নরসীমা রাও এর জীবনাবসান ঘটে । iv) 2005 সালের 12 ই জানুয়ারি চলচিত্র জগতের তারকা অমরিসি পুরীর জীবনাবসান ঘটে । v) 2005 সালের 21 শে মে বিভিন্ন দেশের সাথে টেলিকম যোগাযোগ সংক্রান্ত International Direct Dialing (IDD) বা international Subscriber Dialling (ISD) স্বাক্ষরিত হয় । vi) 2005 সালের 23 শে আগস্ট Mahatma Gandhi Employment Guarantee Act 2005 পাস হয় । vii) 2005 সালের 9 ই নভেম্বর ভারতের দশম রাষ্ট্রপতি নারায়ণ এর জীবনাবসান হয় । vii) 2006 সালের 7-9 ই জানুয়ারি হায়দ্রাবাদে “প্রবাসী ভারতীয় দিবস” পালন করা হয় । viii) 2006 সালের 2-5 ই মার্চ আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি G.W. Bush ভারতে আসেন এবং পরমাণু গবেষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় । ix) 2006 সালের 7 ই মার্চ বেনারস বিস্ফোরণ ঘটে । x) 2006 সালের 6 ই জুলাই দীর্ঘ 44 বছর পর ভারত-চীন সীমান্তের নাথুলা পাস পুনরায় উন্মোচন করা হয় । xi) 2006 সালের 11 ই জুলাই মুম্বাই ট্রেন বিস্ফোরণ ঘটে । xii) 2006 সালের 21 শে আগস্ট সানাই বাদক ভারত রত্ন (2001) বিসমিল্লা খানের জীবনাবসান হয় । xiii) 2006 সালের 20 শে নভেম্বর পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ি-হলদিয়বাড়ি ট্রেন বিস্ফোরণ ঘটে । xiii) 2007 সালের জানুয়ারি থেকে নভেম্বর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম হিংসা সংঘটিত হয় । xiv) 2007 সালের 10 ই জানুয়ারি PSLV-C7 এর মাধ্যমে এক সঙ্গে চারটি উপগ্রহ উৎক্ষেপন করে । xv) 2007 সালের 18 ই ফেব্রুয়ারি দিল্লী-লাহোর সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণ ঘটে । xvi) 2007 সালের 14 ই মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটে । xvii) 2007 সালের 30 শে মার্চ টাটা গ্রুপ National Aviation Company of India Limited উদ্ঘাটন করে । xvii) 2007 সালের 8 ই জুলাই ভারতের একাদশতম প্রধানমন্ত্রী চন্দ্র শেখর এর জীবনাবসান ঘটে । xviii) 2007 সালের 19 শে জুলাই ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে প্রতিভা পাটিল নির্বাচিত হন । xix) 2007 সালের 11 ই আগস্ট মহম্মদ হামিদ আনসারি ভারতের দ্বাদশতম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন । xx) 2007 সালের 24 শে সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান কে হারিয়ে T-20 বিশ্বকাপ জয় করে । xxi) 2008 সালের 5 ই ফেব্রুয়ারি ওড়িশা সরকার “মধু বাবু পেনশন যোজনা” আরম্ভ করে । xxii) 2008 সালের 7 ই ফেব্রুয়ারি দিল্লী AIMS এ ভারতের প্রথম IVF এর সূচনা হয় । xxiii) 2008 সালের 12 ই ফেব্রুয়ারি “Year of Russia in India” এর সূচনা হয় । xxiv) 2008 সালের 3 রা মার্চ ভারত সরকার 7 টি রাজ্যে “ধন লক্ষ্মী পরিযোজনা” আরম্ভ করে । xxv) 2008 সালের 14 ই মার্চ Hyderabad International Airport বা Rajiv Gandhi International Airport উদ্ঘাটন হয় । xxvi) 2008 সালের 28 শে এপ্রিল ভারত একই লঞ্চারে (PSLV-C9) 10 টি উপগ্রহ উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড করে । xxvii) 2008 সালের 27 শে জুন ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ এর জীবনাবসান ঘটে । xxviii) 2008 সালের 22 শে অক্টোবর অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রায়ন-1 লঞ্চ করা হয় । xxix) 2008 সালের 26-29 শে নভেম্বর পাকিস্তানি আতঙ্কবাদী মুম্বইয়ে হামলা করে । xxx) 2009 সালের 1 লা জানুয়ারি National Investigation Agency (NIA) Bill এবং Unlawful Activities (Prevention) Amendment (UAPA) Bill কার্যকর হয় । xxxi) 2009 সালের 7 ই জানুয়ারি সত্যম কেলেঙ্কারি জনসমক্ষে আসে । xxxii) 2009 সালের 28 শে জানুয়ারি Unique Identification Authority of India (UIDAI) জাতীয় পরিচয়পত্র পরিযোজনা হিসাবে Aadhaar এর কথা ঘোষণা করে । xxxiii) 2009 সালের 16 ই এপ্রিল পঞ্চদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হয় । xxxiv) 2009 সালের 13 ই মে লোকসভা নির্বাচন শেষ হয় ।
মনমোহন সিং (Manmohan Singh) :
2009 সালের 16 ই এপ্রিল থেকে 13 ই মে এর মধ্যে 543 আসনে ভারতের পঞ্চদশ লোকসভা নির্বাচন সম্পন্ন হয় । 16 ই মে এই লোকসভা নির্বাচনের ফলাফল হিসাবে, ভারতীয় জাতীয় কংগ্রেস 206 টি এবং ভারতীয় জনতা পার্টি 116 টি আসনে জয়লাভ করে । তৃতীয় সর্বোচ্চ দল হিসাবে সমাজবাদী পার্টি 23 টি আসন দখল করে । স্বাভাবিকভাবেই ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের সহযোগী দল এর সমর্থন নিয়ে দ্বিতীয় বারের জন্য United Progressive Alliance (UPA) সরকার গঠন করে এবং জওহর লাল নেহেরুর পর দ্বিতীয় কোন ব্যক্তি হিসাবে পাঁচ বছর সম্পূর্ণ কার্যাবলী সম্পাদনের পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং প্রধানমন্ত্রী হন । ডঃ সিং তার দ্বিতীয় কার্যকাল প্রারম্ভ করেন 2009 সালের 22 শে মে, এবং 2014 সালের 26 শে মে পর্যন্ত তিনি তার দ্বায়িত্ব পালন করেন ।
তার এই সময়কালে :
i) 2009 সালের 3 রা জুন লোকসভার 15 তম স্পিকার হিসাবে প্রথম কোন মহিলা হিসাবে মীরা কুমার নির্বাচিত হন । ii) 2009 সালের 26 শে জুলাই ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন INS Arihant নৌসেনায় যুক্ত হয় । iii) 2009 সালের 28 শে আগস্ট চন্দ্রায়ন-1 এর কার্যাবলী শেষ হয়েছে বলে ISRO ঘোষণা করে । iv) 2009 সালের 14 ই সেপ্টেম্বর চন্দ্রায়ন-1 চাঁদে জলের সন্ধান পায় । v) 2009 সালের 10 ই ডিসেম্বর নতুন রাজ্য তেলেঙ্গানা গঠনের কথা ঘোষণা করা হয় । vi) 13 ই ডিসেম্বর ভারত পরমাণু সক্ষমতাযুক্ত ধনুষ্ মিসাইল এর সফল পরীক্ষণ করে ওড়িশার চণ্ডীপুর থেকে । vii) 2010 সালের 5 ই ফেব্রুয়ারি আকা-বো ভাষায় কথা বলা শেষ মানুষটির মৃত্যু হয় । viii) 2010 সালের 12 ই মার্চ ভারত-রাশিয়ার মধ্যে পরমাণু চুল্লী চুক্তি স্বাক্ষরিত হয় । ix) 2010 সালের 1 লা এপ্রিল Right of Children to Free and Compulsory Education Act or Right to Education Act (RTE) কার্যকর হয় । x) 2010 সালের 3 রা এপ্রিল পঞ্জাবে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সার্কেল স্টাইল কাবাডি বিশ্বকাপের সূচনা হয় এবং 12 ই এপ্রিল ভারতীয় কাবাডি দল পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বিজয়ী হয় । xi) 2010 সালের 6 ই মে, 2008 সালে মুম্বাই হামলায় যুক্ত অপরাধী পাকিস্তানি আতঙ্কবাদী আজমল কাসবের ফাঁসির নির্দেশ হয় । xi) 2010 সালের 28 শে মে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে নকশাল আক্রমণে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইন চ্যুত হয় । xii) 2010 সালের 29 শে সেপ্টেম্বর বিশ্বের প্রথম বায়োমেট্রিক পরিচয়পত্র হিসাবে AADHAAR Cart তৈরির কাজ আরম্ভ হয় । xiii) 2010 সালের 3 রা অক্টোবর দিল্লীতে 19 তম কমনওয়েলথ গেমস এর সূচনা হয় । xiv) 2010 সালের 3 রা অক্টোবর দিল্লী মেট্রোর Violet Line (Line-6) এর উদ্ঘাটন হয় । xv) 2011 সালের 2 রা এপ্রিল শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত দ্বিতীয় বারের মতো 2011 বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় । xvi) 2011 সালের 20 শে মে পশ্চিমবঙ্গের অষ্টম মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা ব্যানার্জী । xvii) 2011 সালের 17 ই জুন নির্বাচন কমিশন India International Institute of Democracy and Election Management (IIDEM) এর সূচনা করে । xviii) 2011 সালের 12 ই মে ভারতে প্রথম E-Wast Management Rules পাস হয় । xix) 2011 সালের 18 ই জুলাই Gorkhaland Territorial Administration (GTA) স্বাক্ষরিত হয় । xx) 2011 সালের 27 শে ডিসেম্বর লোকসভায় লোকপাল বিল পাস হয় । xxi) 2012 সালের 29 শে মার্চ চতুর্থ ব্রিকস সম্মেলন (BRICS summit) অনুষ্ঠিত হয় দিল্লী তে । xxii) 2012 সালের 19 শে এপ্রিল 5,000 কিঃমিঃ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র Agni-V ICBM এর সফল পরীক্ষণ করে ভারত । xxiii) 2013 সালের 28 শে মার্চ AirAsia India গঠিত হয় । xxiii) 2012 সালের 13 ই মে ভারতীয় পার্লামেন্ট 60 তম জয়ন্তী পালন করে । xxiv) 2012 সালের 22 শে জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখার্জী নির্বাচিত হন । xxv) 2012 সালের 25 শে জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখার্জী কার্যভার গ্রহণ করেন । xxvi) 2012 সালের 10 ই আগস্ট দ্বিতীয় বারের জন্য সর্বপল্লী রাধাকৃষ্ণনের পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে উপরাষ্ট্রপতি পদে পুনঃনির্বাচিত হন । xxvii) 2012 সালের 9 ই সেপ্টেম্বর ভারতের শ্বেত বিপ্লবের জনক ভর্গিস ক্যুরিয়নের মৃত্যু হয় । xxviii) 2012 সালের 1 লা অক্টোবর হায়দরাবাদে International Bio-diversity conference অনুষ্ঠিত হয় । xxviii) 2012 সালের 21 শে নভেম্বর পাকিস্তানি আতঙ্কবাদী আজমল কাসাব এর ফাঁসি হয় । xxix) 2013 সালের 12 ই ফেব্রুয়ারি AugustaWestland VVIP Chopper Deal কেলেঙ্কারি জনসমক্ষে আসে । xxx) 2013 সালের 2 রা এপ্রিল Criminal Law Act-2013 পাস হয় । xxxi) 2013 সালের 12 ই সেপ্টেম্বর National Food Security Act 2013 (‘Right to Food Act’) পাস হয় । xxxii) 2013 সালের 5 ই নভেম্বর Mars Orbiter Mission (MOM) সফলভাবে উৎক্ষেপন হয় । xxxiii) 2013 সালের 6-26 শে নভেম্বর চেন্নাইয়ে World Chess Championship 2013 অনুষ্ঠিত হয় । xxxiv) 2013 সালের 14 ই নভেম্বর শচীন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন । xxxv) 2013 সালের 9 ই ডিসেম্বর The Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 কার্যকর হয় । xxxvi) 2013 সালের 18 ই ডিসেম্বর The Lokpal ও Lokayuktas Bill, 2013 রাজ্য সভায় পাস হয় । xxxvii) 2014 সালের 1 লা ফেব্রুয়ারি মুম্বাই মনোরেল এর যাত্রা আরম্ভ হয় । xxxvii) 2014 সালের 27 শে মার্চ ভারতকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । xxxviii) 2014 সালের 7 ই এপ্রিল ষোড়শ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ আরম্ভ হয় । xxxix) 2014 সালের 15 এপ্রিল ভারতের সুপ্রিম কোর্ট Transgender (হিজড়া) দের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করে । xl) 2014 সালের 16 ই মে ষোড়শ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় । xli) 2014 সালের 26 শে মে ডঃ সিং প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ।