লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর কংগ্রেসের সংসদীয় দলের প্রধান হিসাবে 1966 সালের 24 শে জানুয়ারি ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত হয় । তিনি রাজ্য সভার সদস্য হিসাবে প্রধানমন্ত্রী পদে অধিষ্টিত হয়ে 1967 সালের 4 ই মার্চ পর্যন্ত 1 বছর 1 মাস 39 দিন তার প্রথম কার্যকাল অতিবাহিত করেন ।
তার এই সময়কালে :
i) 24 শে জানুয়ারি অর্থাৎ তার প্রধানমন্ত্রী পদ গ্রহণের দিনই মন্ট ব্লাঙ্কে Air India Flight 101 দুর্ঘটনা ঘটে এবং 117 যাত্রীর সাথে ভারতীয় পরমাণু বৈজ্ঞানিক হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু হয় । ii) 1966 সালের 19 শে জুন বাল ঠাকরে শিবসেনা নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন । iii) 1966 সালের 27 শে আগস্ট ভারতীয় সংবিধানের অষ্টাদশ সংশোধনী কার্যকর হয় । iv) 2 রা অক্টোবর ভারতীয় রেলওয়ের দক্ষিন-মধ্য জোন আরম্ভ হয় । v) 31 শে অক্টোবর দিল্লী উচ্চ ন্যায়ালয় স্থাপিত হয় । vi) 1 লা নভেম্বর হরিয়ানা রাজ্য গঠিত হয় । vii) 17 ই নভেম্বর রীতা ফারিয়া মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন । viii) 11 ও 22 শে ডিসেম্বর যথাক্রমে ভারতীয় সংবিধানের ঊনবিংশ ও বিংশতম সংশোধনী কার্যকর হয় । এছাড়া 1966 সালে Press Council of India গঠিত হয় । India Tourism Development Corporation (ITDC) গঠিত হয় । ধীরুভাই আম্বাণী দ্বারা Reliance Commercial Corporation স্থাপিত হয় । সাইরাস পুনাবালা দ্বারা Serum Institute of India (SII) স্থাপিত হয় ।
ইন্দিরা গান্ধী (Indira-Gandhi) :
1967 সালের 17 থেকে 21 শে ফেব্রুয়ারি তে সংঘটিত চতুর্থ লোকসভা নির্বাচনে 523 টি আসনের মধ্যে 283 টি আসন নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে দ্বিতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী । তিনি উত্তর প্রদেশের রায় বেরেলী আসন থেকে জয়ী হয়ে লোক সভার সদস্য হিসাবে 1967 সালের 4 ই মার্চ দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হন এবং 1971 সালের 15 ই মার্চ পর্যন্ত তার কার্যকাল অতিবাহিত করেন ।
তার এই সময়কালে : i) 1967 সালের 13 ই মে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের কার্যকাল শেষ হয় এবং তার উত্তরাধিকারী হিসাবে প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন । ii) 1967 সালের 18 ই মে ভারতের অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা ও মধ্য প্রদেশে নকশালবাদের সূচনা হয় । iii) 1968 সালের 21 শে সেপ্টেম্বর Research and Analysis Wing (RAW) গঠিত হয় । iii) 1969 সালের 3 রা মার্চ রাজধানী এক্সপ্রেস পরিষেবা আরম্ভ হয় । iv) 1969 সালের 10 ই মার্চ CISF গঠিত হয় । v) 1969 সালের 3 রা মে রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যু হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তৎকালীন উপরাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কট গিরি দ্বায়িত্ব গ্রহণ করেন । vi) 1969 সালের 19 শে জুলাই 14 টি বৃহৎ ব্যাঙ্কের জাতীয়করণ করা হয় । vii) 1969 সালের 20 জুলাই ভেঙ্কট গিরি উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উভয় পদ থেকে ইস্তফা দিলে মহম্মদ হিদায়েতুল্লা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন । viii) 1969 সালের 15 ই আগস্ট ISRO স্থাপিত হয় । ix) 1969 সালের 24 শে আগস্ট বরাহগিরি ভেঙ্কট গিরি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন । x) 1969 সালের 18 ই সেপ্টেম্বর গুজরাট দাঙ্গা হয় । xi) 1969 সালে মোরারজী দেশাই এর নেতৃত্বে কংগ্রেস দ্বিধাবিভক্ত হয় এবং 12 ই নভেম্বর ইন্দিরা গান্ধী Indian National Congress (Requisitionists) গঠন করেন । xii) 1971 সালের 25 শে জানুয়ারি ভারতের 18 তম রাজ্য হিসাবে অরুণাচল প্রদেশ অন্তর্ভুক্ত হয় ।
ইন্দিরা গান্ধী (Indira-Gandhi) :
1971 সালের 1 লা মার্চ থেকে 10 ই মার্চের মধ্যে 521 আসনে পঞ্চম লোকসভা ভোট সংঘটিত হয় এবং দ্বিধাবিভক্ত কংগ্রেসের ইন্দিরা গান্ধীর নেতৃত্বে Indian National Congress (Requisitionists) দল 352 টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে । সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসাবে 1971 সালের 15 ই মার্চ Indian National Congress (R) থেকে উত্তর প্রদেশের রায় বেরেলী আসন থেকে জয়ী লোক সভার সদস্য হিসাবে তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী । তিনি তার এই কার্যকালে 24 শে মার্চ 1977 পর্যন্ত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত থাকেন ।
তার এই কার্যকালে :
i) 1971 সালের 3 রা ডিসেম্বর থেকে 16 ই ডিসেম্বর ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় এবং এর ফলে পূর্ব পাকিস্তান স্বাধীনতা অর্জন করে বাংলদেশ নামে নতুন রাষ্ট্রের উদ্ভব ঘটে । ii) 1972 সালের 21 শে জানুয়ারি মণিপুর ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে । iii) 1972 সালের 2 রা জুলাই ভারত পাকিস্তানের মধ্যে শ্রীমতী গান্ধী ও জুলফিকর আলি ভুট্টো এর মাধ্যমে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় । iv) 1972 সালের 15 ই আগস্ট ভারতে postal index Number (PIN) এর প্রবর্তন হয় । v) 1972 সালের 9 ই সেপ্টেম্বর wild life protection Act প্রণয়ন হয় । vi) 1973 সালের 1 লা নভেম্বর মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে কর্ণাটক করা হয় । vii) 1974 সালের 1 লা জানুয়ারি 1974 সালের 5 ই জানুয়ারি Foreign Exchange Regulation Act (FERA) কার্যকর হয় । vii) মুম্বইয়ের বোরেবালি দাঙ্গা আরম্ভ হয় । viii) 1974 সালের 18 ই মার্চ সামাজিক জীবনে দুর্নীতির প্রতিবাদে জয় প্রকাশ নারায়ণ এর নেতৃত্বে বিহার আন্দোলন সংঘটিত হয় । ix) 1974 সালের 4 ঠা মে ম্যাঙ্গালোর বন্দর উদঘাটন হয় । x) 1974 সালের 18 মে ভারতের প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষণ হয় রাজস্থানের পোখরানে, যা Operation Smiling Buddha নামে অভিহিত । এর ফলে বিশ্বের ইতিহাসে ভারত ষষ্ঠ পরমাণু বোমা ধারী দেশে পরিণত হয় । x) 1974 সালের 24 শে আগস্ট ফারুখউদ্দিন আলি আহমেদ পঞ্চম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন । xi) 1975 সালের 17 ই এপ্রিল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের দেহাবসান ঘটে । xii) 1975 সালের 19 শে এপ্রিল প্রথম ভারতীয় কৃত্রিম উপগ্রহ “আর্যভট্ট” সফলভাবে উৎক্ষেপন হয় । xiii) 1975 সালের 16 ই আগস্ট সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয় । xiv) 1975 সালের 25 শে জুন শ্রীমতি গান্ধী আপাতকালীন অবস্থা (State of Emergency) ঘোষণা করেন । xv) 1975 সালের 27 শে ডিসেম্বর বর্তমান ঝাড়খণ্ডের ধানবাদে চাসনালা খনি দুর্ঘটনা ঘটে । xvi) 1976 সালের 16 ই এপ্রিল পরিবার পরিকল্পনার মাধ্যমে মেয়েদের এবং ছেলেদের নূন্যতম বিবাহ বয়স যথাক্রমে 18 ও 21 বছর করা হয় । xvii) 1977 সালের 18 ই জানুয়ারি শ্রীমতি গান্ধী লোকসভা ভঙ্গের কথা ঘোষণা করেন এবং 20 শে জানুয়ারি লোকসভার কার্যকাল সমাপ্ত করা হয় । xviii) 1977 সালের 11 ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ফারুখউদ্দিন আলি আহমেদ এর মৃত্যু হয় এবং বাসাপ্পা দানাপ্পা জাত্তি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দ্বায়িত্ব অর্জন করেন । xix) 1977 সালের 21 শে মার্চ আপাতকালীন অবস্থা (State of Emergency) র সমাপ্তি ঘোষণা করা হয় ।