ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)

প্রাককথন

অটল বিহারী বাজপেয়ী মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় 1924 সালের 25 শে ডিসেম্বর মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতা ছিলেন কৃষ্ণ বিহারী বাজপেয়ী এবং মাতা কৃষ্ণা দেবী । 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগদানের মধ্য দিয়েই অটলের রাজনৈতিক জীবনের হাতেখড়ি । 1951 সালে তিনি ভারতীয় জনতা সংঘে যোগদান করেন । তিনি দল নেতা শ্যামা প্রাসাদ মুখোপাধ্যায় এর কার্যাবলীর প্রভাবে প্রভাবিত হন । 1957 সালে তিনি দ্বিতীয় লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হন । 1962 সালে তিনি রাজ্য সভার প্রতিনিধিত্ব করেন । চতুর্থ থেকে সপ্তম সমস্ত লোকসভা নির্বাচনেই তিনি নির্বাচিত হন এবং 1986 সালে পুনরায় রাজ্য সভার প্রতিনিধিত্ব করেন । এরপর তিনি দশম ও একাদশ লোকসভায় নির্বাচিত হন । একাদশ লোকসভায় নির্বাচিত হয়ে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন । 2018 সালের 16 ই আগস্ট পদ্ম বিভূষণ (1992), ভারত রত্ন (2015) দৃপ্ত কণ্ঠে “হার নেহি মানুঙ্গা” বলা অটল বিহারী পরমেশ্বরের কাছে হার মেনে তার স্মরনাপন্ন হন ।

অটল বিহারী বাজপেয়ী (Atal-Bihari-Vajpayee) :

1998 সালের 16-28 শে ফেব্রুয়ারি 543 টি আসনে অনুষ্ঠিত দ্বাদশ লোকসভা নির্বাচনের ফলাফল হিসাবে বিজেপি একক ভাবে 182 টি এবং জাতীয় কংগ্রেস 141 টি আসনে জয়লাভ করে । দ্বাদশ লোকসভা ভোটের ফলাফল হিসাবে চতুর্থবারের মতো (জন্য) কোন দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে বিজেপি ও 13 টি সহযোগী দল মিলিতভাবে NDA গঠন করে এবং তার নেতা রূপে 1998 সালের 19 শে মার্চ অটল বিহারী  বাজপেয়ী তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেন । তৃতীয় বাজপেয়ী সরকার গঠনে জয়ললিতার AIADMK (18 টি) সমর্থন ছিল গুরুত্বপূর্ণ । বাজপেয়ী প্রধানমন্ত্রী পদে 1999 সালের 10 ই অক্টোবর পর্যন্ত অধিষ্ঠিত থাকেন । 

তার এই সময়কালে :

i) 1998 সালের 11 ই মে ও 13 ই মে, 24 বছর পর রাজস্থানের পোখরানে দ্বিতীয় পর্যায়ে Operation Shakti নামে যথাক্রমে তিনটি ও দুটি পরমাণু বোমা পরীক্ষণ সম্পন্ন হয় । ii) 1998 সালের 16 ই জুন UN Security Council ভারতের পরমাণু পরীক্ষণের উপর প্রতিবন্ধকতা আরোপ করে । iii) 1998 সালের 19 শে জুন আতঙ্কবাদী দল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার চাপনারী গণহত্যা ঘটায় । iv) 1998 সালে National Highways Development Project (NHDP) এর সূচনা হয় । v) 1999 সালের এপ্রিলে জয়ললিতার দল বিজেপি থেকে সমর্থন প্রত্যাহার করলে 17 ই এপ্রিল বাজপেয়ী সরকার 1 ভোটের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং রাষ্ট্রপতি লোকসভা ভঙ্গ করে পরবর্তী সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন । vi) 1999 সালের 3 রা মে ভারত-পাকিস্তান যুদ্ধ বা কার্গিল যুদ্ধের সূচনা হয় । vii) 1999 সালের 14 ই জুলাই প্রধানমন্ত্রী Operation Vijay এর সফলের কথা ঘোষণা করেন । viii) 1999 সালের 26 শে জুলাই 2 মাস 3 সপ্তাহ ও 2 দিন পর পাকিস্তানের দখলমুক্ত করে কার্গিল বিজয়ের মাধ্যমে কার্গিল যুদ্ধ সমাপ্ত হয় ।

অটল বিহারী বাজপেয়ী (Atal-Bihari-Vajpayee) :

কার্গিল যুদ্ধের একমাস পর 1999 সালের 5 ই সেপ্টেম্বর থেকে 3 রা অক্টোবরের মধ্যে 543 আসনে ভারতের ত্রয়োদশ তম লোকসভা নির্বাচন সম্পন্ন হয় । এই লোকসভায় বিজেপি “বিদেশী সোনিয়া vs স্বদেশী বাজপেয়ী” স্লোগান তুলে প্রচারে নামে এবং দেশভক্তির আবহ গড়ে তুলে । 1999 সালের 6 ই অক্টোবর ফলাফল ঘোষণা হলে দেখা যায় বিজেপি একক ভাবে 182 টি এবং কংগ্রেস 114 টি আসনে জয়লাভ করে । অন্যদিকে NDA সর্বমোট 269 আসনে জয়লাভ করে । ফলে NDA ও বিজেপির তরফ থেকে আগে থেকেই প্রধানমন্ত্রী মুখ হিসাবে “স্বদেশী বাজপেয়ী” স্থির হয়ে থাকায় 1999 সালের 10 ই অক্টোবর চতুর্থ বারের জন্য অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী পদের শপথ নেন । তিনি 2004 সালের 22 শে মে পর্যন্ত তার চতুর্থ বারের কার্যকাল সম্পাদন করেন ।

তার এই সম্পূর্ণ কার্যকালে :

i) 1999 সালের 24 শে ডিসেম্বর Indian Airlines এর Airbus A300B2-101, Flight 814  নেপালের কাঠমান্ডু থেকে দিল্লীর পথে ওড়ার সময় অপহৃত হয় । ii)  26 শে ডিসেম্বর ভারতের নবম রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার জীবনাবসান ঘটে । iv) 2000 সালের 12 ই মে লারা দত্ত সাইপ্রাসে মিস ইউনিভার্স খেতাব জেতেন । v) 2000 সালের 28 শে জুন ষষ্ঠ দেশ হিসাবে ভারত European Union এর আলোচনায় যুক্ত হয় । vi) 2000 সালের 1 লা নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙ্গে ভারতের 26 তম রাজ্য হিসাবে ছত্তিশগড় এর আত্মপ্রকাশ ঘটে । vii) 2000 সালের 6 ই নভেম্বর জ্যোতি বসুর অবসর গ্রহণের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য্য শপথ নেন । viii) 2000 সালের 9 ই নভেম্বর উত্তর প্রদেশ থেকে উত্তরাঞ্চল পৃথক হয়ে ভারতের 27 তম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডের আত্মপ্রকাশ ঘটে । ix) 2000 সালের 15 ই নভেম্বর বিহার ভেঙ্গে নতুন 28 তম রাজ্য হিসাবে ঝাড়খণ্ডের আত্মপ্রকাশ ঘটে । x) 2020 সালের 1 লা ডিসেম্বর প্রিয়ঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড-2000 খেতাব জয় করে । xi) 2001 সালের 1 লা জানুয়ারি Calcutta দাপ্তরিকভাবে Kolkata নামে নামান্তরীত হয় । xii) 2001 সালের 2 রা থেকে 4 ঠা এপ্রিল দিল্লীতে UN Environment Programme এর Convention on International Trade in Endangered Species (CITES) অনুষ্ঠিত হয় । xiii) 2001 সালের 18 ই এপ্রিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের প্রথম Geostationary Satellite এর উৎক্ষেপণ সফল হয় । xiv) 2001 সালের 4 ঠা জুলাই ভারতের প্রথম ব্যক্তিগত FM রেডিও স্টেশন Radio City এর সূচনা হয় ব্যাঙ্গালোরে । xv) 2001 সালের 7 ই অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদি । xvi) 2002 সালের 26 শে ফেব্রুয়ারি গোধরা ট্রেন অগ্নিকান্ড ঘটে । xvii) 2002 সালের 28 শে ফেব্রুয়ারি গুজরাট দাঙ্গার সূচনা হয় । xviii) 2002 সালের 8 ই মার্চ উত্তর প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি হয় । xix) 2002 সালের 15 ই জুলাই ভারতের 11 তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন মিসাইল ম্যান আবদুল কালাম । xx) 2002 সালের 27 শে জুলাই দশম উপ রাষ্ট্রপতি কৃষ্ণ কান্তের হৃদ রোগে মৃত্যু হয় । xxi) 2002 সালের 12 ই আগস্ট 11 তম উপ রাষ্ট্রপতি পদে ভৈরোসিং শেখাবত নির্বাচিত হন । xxii) 2002 সালের 24 শে ডিসেম্বর প্রধানমন্ত্রী বাজপেয়ী দিল্লীর নতুন মেট্রো ব্যবস্থার প্রথম পর্যায়ের উদ্ঘাটন করেন । xxiii) 2004 সালের 20 এপ্রিল চতুর্দশ লোকসভার ভোট গ্রহণ আরম্ভ হয় । xxiv) 2004 সালের 13 ই মে চতুর্দশ লোকসভার ফলাফল ঘোষণা হয় । xxv) 2004 সালের 20 শে মে ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ডঃ মনমোহন সিং এবং 22 শে মে বাজপেয়ী তার পদ থেকে ইস্তফা দেন ।

Leave a Comment