৫১. গরমপানি অভয়ারণ্য কোথায় দেখা যায়?
উঃ আসাম।
৫২. কোন্ প্রনালীর মধ্যদিয়ে আন্তর্জাতিক তারিক রেখা কল্পনা করা হয়েছে?
উঃ বেরিং প্রনালি।
৫৩. লুনী গতিপথ কোথায় শেষ হয়েছে?
উঃ কচ্ছের রণে।
৫৪. ‘No man’s land’ নামে ভারতের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল পরিচিত ছিল ?
উঃ) ছোটনাগপুর মালভূমি অঞ্চল I
৫৫. পৃথিবীর কোন্ দেশে মধ্যরাতে সূর্য দেখা যায়?
উঃ নরওয়ে।
৫৬. ভারতের কোন হ্রদের জল সবচেয়ে লবনাক্ত?
উঃ সম্বর।
৫৭. সাইকোমিটার কি?
উঃ আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র।
৫৮. কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ‘তিরিচমির’?
উঃ হিন্দুকুশ।
৫৯. বৃহৎ বা গ্রেটার হিমালয়ে 6000 মিটারের উচ্চশৃঙ্গের সংখ্যা কত ?
উঃ) 13 টি I
৬০. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী?
উঃ কুঞ্চিকুল (কর্ণাটকা)।
৬১. ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মত দেখতে অভ্রকে কি বলা হয়?
উঃ ফ্লেক মাইকা
৬২. . ডেট্রিটাস ফিডার কাদের বলে- মৃত, অর্ধপাচ্য খাদ্য গ্রহণকারীদের।
৬৩. মরিশাস দ্বীপটি কোন্ মহাসাগরে অবস্থিত- ভারত মহাসাগরে।
৬৪. কক্ষতলের সাথে পৃথিবীর মেরুরেখার কৌণিক অবস্থান কত- ৬৬ ডিগ্রি ৩০ মিনিট।
৬৫. ভারতের প্রথম ‘Magneto Hydro Dynamics Power Plant’ স্থাপিত হয় ?
উঃ) তিরুচিরাপল্লী তে I
৬৬. অ্যানিমোমিটার কি কাজে ব্যবহার হয়- বায়ুর গতিবেগ পরিমাপের জন্য।
উঃ. সৌরজগতের উজ্জলতম গ্রহ কোনটি- শুক্র।
৬৭. এশিয়ার প্রথম ‘OTEC Power Plant ‘ কোথায় স্থাপিত হয় ?
উঃ) কাভারাত্তি তে I
৬৮. ২২. আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উঃ মায়ানমার।।
৬৯. লবণ উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উঃ গুজরাট।
৭০. টিস্যু কাগজ তৈরি হয় কোথায়?
উঃ হুগলীর ত্রিবেণীতে।
৭১. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ কোনটি?
উঃ টোবা।
৭২. স্তেপ তৃণভূমি অঞ্চলে কোন মাটি দেখা যায়?
উঃ চারনোজেম।
৭৩. ভারতের শীতলতম মরু অঞ্চলের নাম কি ?
উঃ) লাদাখ I
৭৪. সুন্দরবন উন্নয়ন পর্ষদ কবে গড়ে উঠে ?
উঃ) 1953 সালে I
৭৫. ভারতে খনি ও খনিজ আইন কবে প্রবর্তন হয় ?
উঃ) 1947 সালে
৭৬. ২৮. OPEC-গঠিত হয় কবে?
উঃ ১৯৬০।
৭৭. হড়পা বানের কারন কী?
উঃ মেঘ ভাঁঙা বৃষ্টি।
৭৮. ফ্রান্সের ভোজ কোন ধরণের পর্বতের উদাহরণ?
উঃ স্তুপ পর্বত।
৭৯. বিহারের পরেশনাথ কোন জাতীয় পর্বত?
উঃ ক্ষয়জাত পর্বত।
৮০. বাব-এল-মান্দের প্রনালীটি কোন্ মহাসাগরে অবস্থিত?
উঃ ভারত।
৮১. ‘ডলফিন নোজ’ দেখা যায় কোন বন্দরে?
উঃ বিশাখাপত্তনম।
৮২. টিম্বা কী?
উঃ একপ্রকার বালির পাহাড়।
৮৩. উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?
উঃ ৯০ ডিগ্রি।
৮৪. পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বতের উদাহরণ?
উঃ তীর্যক স্তুপ পর্বত।
৮৫. পভ বাঁধ কোন নদীতে দেখা যায়?
উঃ বিপাশা নদী।
৮৬. কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কী?
উঃ বার্গ।
৮৭. আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায়?
উঃ শরৎ।
৮৮. সর্বপ্রথম কে সামুদ্রিক অবক্ষেপনের ধারনা দেন?
উঃ স্যার জন মারে (১৮৯১)
৮৯. সামুদ্রিক অবক্ষেপের মানচিত্র প্রকাশ ও শ্রেণিবিভাগ করেন কে?
উঃ মারে ও রেনার্ড (১৮৯১)
৯০. ডুয়ার্সের উত্তরে কোন পাহাড় দেখা যায়?
উঃ বক্সা ও জয়ন্তী।
৯১. ‘কোকোনর’ হ্রদটি কোন দেশে অবস্থিত?
উঃ চিন।
৯২. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?
উঃ ম্যানোমিটার।
৯৩. ভারত ও শ্রীলঙ্কা কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন?
উঃ মান্নান উপসাগর।
৯৪. বায়ুদুষণ নিয়ন্ত্রনের একটি অতিক্ষুদ্র জীবের নাম কী?
উঃ লিচেন।
৯৫. শীতকালের তুলনার গরমকালে বায়ুতে শব্দের বেগ বাড়ে কেন?
উঃ তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়ে।
৯৬. ‘বারমুডা’ কোন মহাসাগরে অবস্থিত?
উঃ আটলান্টিক মহাসাগরে।
৯৭. তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম কী?
উঃ বায়ুথালি।
৯৮. পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
উঃ তিনটি।
৯৯. সুপার সিটির তালিকায় ভারতের কোন দুটি শহর আছে?
উঃ মুম্বাই ও দিল্লি।
১০০. ল্যাটিন শব্দ “Nerit” এর অর্থ কী?
উঃ সামুদ্রিক শামুক