50 টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর পর্ব-১

১. ব্রাজিলের স্থানীয় ভাষায় সাভানাকে কি নামে ডাকা হয়?

উঃ সেরাডো

২. পৃথিবীর বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পটের নাম কী?

উঃ ব্রাজিলের সারোডা

৩. ভারতের সর্বাধিক দূষিত হ্রদ কোনটি?

উঃ মধ্যপ্রদেশের ভোজ

৪. বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়?

উঃ ২২ শে মে

৫. খনিজ তেলর আবিষ্কারক কে?

উঃ স্যামুয়েল এম. কির। ১৮৪৮ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলএনিয়ার আলেঘনিতে প্রথম খনিজ তেলের সন্ধান পান।

৬. সামুদ্রিক বাঁধ ও উপকূলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ আবদ্ধ অগভীর লবণাক্ত জলাভূমিকে ভারতে কি বলে?

উঃ উপহ্রদ বা লেগুন।

৭. লেগুন গুলিকে জার্মানিতে কি নামে ডাকা হয়?

উঃ ভাতেন (Watten)

৮. লেগুন গুলিকে নেদারল্যান্ডে কি নামে ডাকা হয়?

উঃ ভাদেন (Wadden)

৯. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী?

উঃ চিলকা

১০. ভারতের মশলা গবেষনা কেন্দ্র কোথায় রয়েছে?

উঃ কোঝিকর, কেরালা

১১. “সিরোহী” ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মণিপুর

১২. ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহার শুরু হয়?

উঃ ব্যাঙ্গালুরু (১৯০৬)

১৩. ভারতের অরণ্য রিপোর্ট তৈরির জন্য কোন স্যাটেলাইট ব্যবহার করা হয়?

উঃ IRS P6 Resourcesat LISS

১৪. DART-এর পুরো নাম কী?

উঃ Deep ocean Assessment and reporting of Tsunami

১৫. মধ্যপ্রদেশর কোথায় সাদা বাঘ পাওয়া যায়?

উঃ বান্ধবগড়ে

১৬. কায়াক কি?

উঃ এস্কিমোদের মাছ শিকারে যাওয়ার জন্য বিশেষ ভাবে সিল মাছের চামড়ায় তৈরি নৌকা কায়াক নামে পরিচিত।

১৭. Mica capital of India কাকে বলা হয়?

উঃ কোডার্মাকে

১৮. মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারে ভারতের কোন্‌ রাজ্য সেরা?

উঃ গুজরাত

১৯. অর্থনৈতিক উন্নয়নের জনক কাকে বলা হয়?

উঃ আর্থার লুইস কে

২০. কাকে স্বর্গের শিশির বলা হয়?

উঃ ডাবকে

২১. Indian Meteorological Service এর প্রথম ডিরেক্টর জেনারেল কে ছিলেন ?

উঃ)  স্যার গিলবার্ট ওয়ালকার I

২২. Standard Urban Area শব্দটি কবে প্রথম ব্যাবহার করা হয়?

উঃ ১৯৭১

২৩. খাদার সমভূমিতে গোষ্ঠীবদ্ধ ছোটো ছোটো গ্রাম গুলিকে কি বলা হয়?

উঃ পূর্বা,মাজারা

২৪. WTO (World Tourism Organization) এর সদর দপ্তর কোথায়?

উঃ স্পেনের মাদ্রিদে

২৫. বিশ্বের তথ্য প্রযুক্তির রাজধানী কাকে বলা হয়?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিকে

২৬. ‘The Monsoons of the World’ নামক আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?

উঃ)  1958 সালে I

২৭. ভারতের সবুজ নগর কাকে বলে?

উ; চেন্নাই শহরকে

২৮. Center of Social Forestry and Eco-rehabilation কোথায় অবস্থিত ?

উঃ)  এলাহাবাদে I

২৯.  দূরদর্শন আবিষ্কার করেন কে?

উঃ জন লগি বেয়ার্ড, ১৯২৬

৩০. Modem (মোডেম) শব্দটি কোন্‌ দুটি শব্দের সম্মিলিত রূপ?

উ; Modulator Demodulator

৩১. ‘ডলফিন নোজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ?

উঃ)  বিশাখাপত্তনম বন্দর I

৩২. ভারতের দীর্ঘতম মেট্রোরেল কোথায় অবস্থিত?

উঃ নিউ দিল্লিতে

৩৩. গেজ (Gauge) কাকে বলে?

উ; রেল লাইন বা পাতের মধ্যেকার দূরত্বকে গেজ বলে।

৩৪. পৃথিবীতে কয়টি মহাদেশীয় রেলপথ রয়েছে?

উঃ ১২টি

৩৫. ইবোনাইট কী?

উঃ ভ্যালকানাইজেশন প্রক্রিয়ায় যে উচ্চমানের রবার প্রস্তুত করা হয় তাকে ইবোনাইট বলা হয়।

৩৬. ভারতের বৃহত্তম সেচ খাল প্রকল্প কোনটি ?

উঃ)  ইন্দিরা গাঁধী খাল প্রকল্প I

৩৭. ‘রাখ’ (Rakh) কি?

উঃ)  ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত কাঁটা অরণ্যের স্থানীয় নাম I

৩৮. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ লিওপারগেল।

৩৯. ভারতের বৃহত্তম তামা খনির নাম কী?

উঃ ক্ষেত্রী

৪০. পৃথিবীর সর্বাধিক জলসেচ কার্যকরী দেশের নাম কী?

উঃ মিশর

৪১. ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী?

উঃ ল্যাডোগা।

৪২. কোন পর্বতকে জাপানের আল্পস বলে?

উঃ হিডা পর্বত।

৪৩. পূর্বঘাট পর্বতমালার প্রধান বৃক্ষ কি ?

উঃ) চন্দন I

৪৪. তামা নিষ্কাশন করা হয় কোন্‌ পদ্ধতিতে?

উঃ ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে

৪৫. নিকৃষ্টতম ম্যাঙ্গানিজের নাম কী?

উঃ হসম্যানাইট

৪৬. . ঝিলাম নদী কোন অংশে নৌপরিবহন যোগ্য ?

উঃ)  খানাবল ও সোপোর এর মধ্যবর্তী অংশে I

৪৭. প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলে?

উঃ ওপেল।

৪৮. ৯. কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়?

উঃ কলকাতা।

৪৯. মেক্সিকোর ‘মায়া’ হ্রদ কি নামে পরিচিত?

উঃ বোলসন।

৫০. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়? উঃ স্ট্র্যাটোকিউমুলাস।

Leave a Comment