তাপমাত্রার চাহিদার তারতম্য অনুসারে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

উদ্ভিদের তাপমাত্রা বা উষ্ণতার চাহিদার তারতম্য অনুসারে উদ্ভিদ বিজ্ঞানী সি. রনকিয়ার (C. Raunkiare) 1934 সালে “The Life Forms of Plants and Statistical Plant Geography” নামক গ্রন্থে বিশ্বের সমগ্র উদ্ভিদ প্রজাতিকে প্রধান চারটি গোষ্ঠীতে বিভক্ত করেন। যথা- i) উচ্চ তাপীয় উদ্ভিদ বা মেগাথার্ম (Megatherms), ii) মধ্যতাপীয় উদ্ভিদ বা মেসোথার্ম (Mesothaerms), iii) নিম্ন তাপীয় উদ্ভিদ বা মাইক্রোথার্ম (Microtherms), iv) অতি নিম্ন তাপীয় উদ্ভিদ বা হেকিস্টোথার্ম (Hekistotherms).

1. উচ্চ তাপীয় উদ্ভিদ বা মেগাথার্ম (Megatherms) কী?

উঃ যেসকল উদ্ভিদের বিকাশের জন্য সারাবছর অধিক উষ্ণতার প্রয়োজন হয় তাদের মেগাথার্ম উদ্ভিদ বলে। উষ্ণতাঃ এই সকল উদ্ভিদের অনুকূল উষ্ণতা হল গড়ে 25°c-27°c। উদ্ভিদ প্রজাতিঃ নিরক্ষীয় রবার, মেহগিনি, রোজউড, আয়রন উড, আবলুস প্রভৃতি। অবস্থানঃ এই সকল উদ্ভিদ নিরক্ষীয় অঞ্চলে বৃদ্ধিলাভ করে। বৈশিষ্ট্যঃ a) এই উদ্ভিদ গুলি চিরসবুজ উদ্ভিদ নামে পরিচিত। b) উদ্ভিদ গুলি কতকগুলি স্তরে স্তরে বৃদ্ধি লাভ করে। c) এই উদ্ভিদ অঞ্চলে চাঁদোয়ার সৃষ্টি হয়।

2. মধ্যতাপীয় উদ্ভিদ বা মেসোথার্ম (Mesothaerms) কী?

উঃ যেসকল উদ্ভিদ মাঝারি উষ্ণতা যুক্ত স্থানে জন্ম ও বৃদ্ধিলাভ করে, তাদের মেসোথার্ম উদ্ভিদ বলে। উষ্ণতাঃ এই সকল উদ্ভিদের অনুকূল উষ্ণতা হল গড়ে 18°c-24°c। উদ্ভিদ প্রজাতিঃ আম, জাম, কাঁঠাল, বট, শাল, অশ্বত্থ প্রভৃতি। অবস্থানঃ এই সকল উদ্ভিদ ক্রান্ত্রীয় ও উপ-ক্রান্তীয় অঞ্চলে বৃদ্ধিলাভ করে। বৈশিষ্ট্যঃ a) এই উদ্ভিদ গুলি পর্ণমোচী উদ্ভিদ নামে পরিচিত। b) এই সকল উদ্ভিদে শুষ্ক ঋতুতে পাতা ও ছাল ঝড়ে যায় c) উদ্ভিদ গুলি মাঝারি উচ্চতা বিশিষ্ট হয়।

3. নিম্ন তাপীয় উদ্ভিদ বা মাইক্রোথার্ম (Microtherms) কী?

উঃ যেসকল উদ্ভিদের বিকাশের জন্য সারাবছর অল্প উষ্ণতার প্রয়োজন হয় তাদের মাইক্রোথার্ম উদ্ভিদ বলে। উষ্ণতাঃ এই সকল উদ্ভিদের অনুকূল উষ্ণতা হল গড়ে 12°c-17°c। উদ্ভিদ প্রজাতিঃ বার্চ, ওক, পপলার, হেমলক, সিডার, পাইন প্রভৃতি। অবস্থানঃ এই সকল উদ্ভিদ শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃদ্ধিলাভ করে। বৈশিষ্ট্যঃ a) এই উদ্ভিদ গুলি সরলবর্গীয় উদ্ভিদ নামে পরিচিত। b) উদ্ভিদ গুলির পাতা ও কান্ডে মোমের আবরণ থাকে। c) তুষারপাত থেকে বাঁচার জন্য উদ্ভিদের পাতা গুলি সূঁচালো প্রকৃতির হয়ে থাকে।

4. অতি নিম্ন তাপীয় উদ্ভিদ বা হেকিস্টোথার্ম (Hekistotherms) কী?

উঃ যেসকল উদ্ভিদ অতিশীতল উষ্ণতা যুক্ত স্থানে জন্ম ও বৃদ্ধিলাভ করে, তাদের হেকিস্টোথার্ম উদ্ভিদ বলে। উষ্ণতাঃ এই সকল উদ্ভিদের অনুকূল উষ্ণতা হল গড়ে 0°c-11°c বা তারও কম। উদ্ভিদ প্রজাতিঃ মস, লাইকেন, ছোট ছোট ঘাস  প্রভৃতি। অবস্থানঃ এই সকল উদ্ভিদ তুন্দ্রা ও আল্পীয় অঞ্চলে বৃদ্ধিলাভ করে। বৈশিষ্ট্যঃ a) এই উদ্ভিদ গুলি তুন্দ্রা ও আল্পীয় উদ্ভিদ নামে পরিচিত। b) এই সকল উদ্ভিদ অতিশীতল পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নেয়। c) উদ্ভিদ গুলি তৃণ ও বীরুৎ জাতীয় স্বল্পজীবী।

Leave a Comment